সময় তো নাই, তবু যেতে হবে দূর
ফেলে মহাদেশ, ফেলে সাত সমুদ্দুর
স্বপনের দেশ অছে দূরে কোনখানে
ঠিকানা তো নাই, শুধু বিশ্বাসই টানে
ঝর বাধা গেল কত, সে তো যায় আসে
কেউ হাত ধরেছিল​, আজ নেই পাশে
তবুও জীবন চলে জীবনের মত
অনেক শেখাল সে, শেখাবে আরও কত​
ফেলে আসা দিনগুলো, হাসি আর কান্না
এ বুকের মাঝে তারা চুনি আর পান্না
তাদেরই তো হাতে গরা আজকের আমি
কৃতঙ্গতা মেনে যাই একবার থামি
আবার এগিয়ে চলা, স্বপ্ন দেখা ঘোরে
রাত্রিকে পিছনে ফেলে সূর্য ওঠে ভোরে