আমি আমার পারিচয় খুজে খুজে ক্লান্ত ।
আমি কে ? কোথা থেকে এলাম ?
আমার জায়গা কোথায় বা কতদিন ?
মানুষের দম্ভের অজাচিত সন্তান,
আমি সীমান্ত ।
বহু চেষ্টা করেও বুঝে উঠলাম না,
মানুষের রক্তখয় থামানোর জন্য আমি
না আমার জন্যই হানাহানি ?
তবে আমার নাকি গুরুত্ব অনেকখানি
হবে হয়ত । তবে এইটুকু জানি,
আমার জায়গা দুটি দেশের মাঝে নয় ।
দুটি দেশ আলাদা করে হয়ই না
আমার জায়গা হৃদয়ের মাঝে কখনও নয় ।
হয়ত বা দুটি দম্ভের মাঝে,
দুটি লোভের মাঝে কোথাও থাকি আমি ।


সত্যি বলছি, আমার গুলিয়ে যায়,
মানুষের বানানো ওটা মানচিত্র না কাটাকুটি খেলা ?
নিজেকে ভুলিয়ে রাখি পাখিদের দেখে,
গা ভাসিয়ে দিয়ে বাতাসে বা নদীর স্রোতে,
ওরা আমাকে পর করে, সমীহ করে দেখে না
আমাকে কাটা তার দিয়ে বাঁধিয়েও রাখে না ।
আমি শুধু মানুষের,
ভাঙার জন্য, গড়ার জন্য,
কষ্ট দিয়ে কষ্ট পাওয়ার জন্য ।
মানুষ কি বুঝবে কোনোদিনও,
আমাকে কাঁটাতার থেকে মুক্তি দেবে
আবার দেশের জল-হাওয়া-মাটির সাথে
মিশে যাওয়ার জন্য ।