এই শহরের ভীরে
দুটি পথ আজ দূরে সরে গেল
ব্যস্ততা ভর করে ।
কোথা থেকে তারা এসে মিলেছিল,
বেশকিছু দূর কাছাকাছি ছিল,
পথচারিদের আসা যাওয়া ছিল
ভালবাসা ছিল, দেওয়া নেওয়া ছিল ।
জানত না কেউ, কোন বাঁধা পেয়ে
অথবা হয়ত বড় হতে চেয়ে,
সরে গিয়ে তারা দুজনে দুদিকে,
চলার পথের ছোট বাঁধাটাকে
চিরস্থায়ী করে দিল ।