বিকেলের রোদ লুকিয়ে গেল মেঘের কোলে
মনটা আজ মাতাল করে, বৃষ্টি বুঝি নামল বলে
এমন দিনে ঘরকে কেন  ?
জানলা দিয়েই দেখবি শুধু ?
হাত ধরে আজ ভিজতে যাবি চলনা
আমি আর তুই-একটা ছাতা
চারিদিকে জল ঝরুক অঝোর
না হয় মিথ্যে কোনো কাজের ছলেই
একটুকু দূর আমার সাথে চল না
সত্যিই তোর কেমন লাগে বল না
ভেজা ওড়ণা টাকে জরিয়ে দিলে,
মুখ থেকে চুল সরিয়ে দিলে,
ভুল করে ঠোঁঠ  ছুয়ে দিলে,
সত্যি কি তুই খারাপ পাবি ?
না লজ্জা ঢেকে রাগ দেখাবি ?
চোখের দিকে তাকিয়ে আমার
সত্যি করে বল না
চল না আজ আমার সাথে চল না
না হয় তকে ভেজা গায়ে দেখেই নিলাম,
না হয় একটু কাছেই এলাম,
নিঃশ্বাসটা ছুয়েই দিলাম,
আজ বৃষ্টি দিয়ে "বারণ্" ধুয়ে ফেল না
দারাসনা আর, বৃষ্টি ভিজে ফিরব দুজন চল না ।।