ধুধু রাস্তা কথার অনুচ্ছেদে        রাত
তথাপি লাইট পোষ্ট কথপো কথনে
তুমিকি বেথা ছুঁয়ে বর্ষা কালিন তক্তপোষ?
ঘড়ির জীবন কথা ড্রইং রুমে?
আলগোছে সুর লাগে ছেঁড়া বেল ফুলে।
দেয়াল কথায় গাছেরা বন্ধু হয়ে গেলে
সরগম জাগে চেয়ারে টেবিলে।
পোট্রেইট উল বুনে চলে


তবে কি হারানো মাফলার উড়ছে কাপড়ের তারে?
অসংলগ্ন হয়ে গেছে জামার বোতাম?
সবিরোধে বসে থাকে জলের গেলাস
তেষ্টার পরে।
কংক্রীট ক্যানভাসে নক্ষত্র সমাগম
ভরিয়ে দিয়ে গেল খাতা          অবিরাম
বছর জাপনে।         জলের শব্দ রেইন কোটে জাগিয়ে দেয় হুতাস