কান্না ভোলানো পালক।      রাত্রি।
রুপ কথার জলের গেলাসে
আগুন জালিয়ে জায় রক্ত করবি।
গুহার ভেতর জানলা খোলা।     হাওয়া।
ছিঁড়ে ফেলা কবিতার গুঞ্জন সোনে দেওয়াল
অনুভবে ছবি ঘর খুলে যায়।     কর্ষন।
রুমালের কানামাছি খেলা ভরে যায়।     দিনে।
তোমাকে ছুঁয়ে একাগ্র মরন।    জীবনে।