একটা আপেলের রক্ত ক্ষরণ কি বলেদেয়
ব্যার্থ বেলার সময় অনুরনণ?
ফুলদানির টেবিল কথায় পড়ে থাকে সুর্য মুখীর দিনলিপি
ঘাস বন বুনে এগিয়ে চলে ট্রেন। নিরন্তর
প্লাবন জলের গেলাসে রেখে দিয়ে গেল চেতনার উলের বল।
তুইকি এখনো উল বুনিস?
ধাবমান সময়ের রেলিং পাখনায় এখনো ছাদ খুলিস?
দেওয়াল কথায় রাখা আছে অনন্ত ডিজায়িন
রাত নেমে এলে কথা বলে ঝুলন্ত অক্ষর
সব কি গুছিয়ে নেওয়া জায়?
বাস ড্রাইভার জানে বসন্তের চলে যাওয়া
হারমনিয়ামের সান্ধ্য জাগরণ
মোমের জলন্ত অন্ধকার কুড়াচ্ছে জীবন