তক্তপোষের কিনারে দস্তাবেজ ও বমি
জলের গ্লাসে সূর্য্দয় দেখিয়ে ছিল একলা ব-দীপ
সপ্নের কানা মাছি খেলছে আঙ্গিনায় চড়াই
তাহলে কি তুমি অপেক্ষায় থাকেবেনা ড্রইং রুমে ?


দিন চলে যায় কলের পারে


স্পষ্ট্ত বোঝা যায় ভাংছে পিয়ানো
শীত পড়লে বাথরুম লিরিকে যুক্ত হবে পেরেগ
বুঝি ইয়ে বলার বসন্ত কিন্তু বিরল...