না হয়


এভাবে এলোচুলে বৈশাখী ঝড় তোলে দূরে থেকো না,
নাইবা একটু লজ্জা রাঙ্গা হলে,
তবুও কাছে এসে হাতে হাত রাখো।


এভাবে বাঁকা চোখের চাহনি তে চেয়ে চেয়ে  হৃদয়ে আমার লালসার ঢেউ তুল না,
নাইবা একটু লজ্জা রাঙ্গা হলে
তবুও চোখে চোখ রেখে না বলা ভাষা বুঝতে  দাও।


এভাবে আঁচলের উদ্বেল হাওয়াতে আমাকে আর দুলিও না,
নাইবা একটু লজ্জা রাঙ্গা হলে,
তবুও কিছু টা প্রেম এখন করি কিছু টা বিয়ের পর।


এভাবে তোমার বাঁকা ঠোঁটের হাঁসি তে আমাকে আর ভুলিও না,
নাইবা একটু লজ্জা রাঙ্গা হলে,  
তবুও বৃষ্টিভেজা সন্ধ্যায় একটু খানি জড়িয়ে ধর আমায়।


এভাবে রুনু রুনু ধ্বনি তে আমাকে আর শিহরিত করো না,
নাইবা একটু লজ্জা রাঙ্গা হলে,
তবুও কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে দাও আজ।


এভাবে দূর থেকে ডালিম ফুলের মতো ঠোঁট কুঞ্চিত করে হওয়ায় চুম্বন ছেরোনা
নাইবা একটু লজ্জা রাঙ্গা হলে
তবুও তোমার অধরে দুচোখ বন্ধ করে ইন্দ্র ধনু আঁকতে দাও।