বৃষ্টি থামে নি,
প্রথম বর্ষার রাতের বৃষ্টি,
প্রকৃতি অঝোর ধারায় বর্ষায় মুক্তির উল্লাস,
বিয়াল্লিশ বছরের কুন্ডলীত প্রাণের কান্না!
লাল পাতাবাহার আজ বেজায় খুশি,
বর্ষা রাতে বেহাগের সুর,
চকচকে শরীরে আজ স্বাধীনতার জেল্লা!
অলীক ফিসফিস করে বলে -
আর কিছু বলবে?
শক্ত-সবল উত্তর আসে,  
বোধহীন ভাষাহীন নির্বাক সমাজ -
আরোও কি আর বলবে!
ইউথেনেসিয়া? না না না .... নয় ইউথেনেসিয়া?
সংবাদ মাধ্যমের চর্বিত চর্বণ -
সাত বছরের প্রায়শ্চিত্যে, বিয়াল্লিশের মুক্তি !!!


অলীক কাঁদে না।  কথাও বলে না।  কিইবা বলবে।  আরোও কিছু কি বলার থাকতে পারে ...