তুই যে আমার জলছবি
তোকে নিয়েই স্বপ্ন যত
বুনে চলি কতশত
অহরহ শঙ্কা ভাসে
নিত্য যেন থাকে পাশে
হারিয়ে ফেলার ভয় যে বড়
স্বপ্নগুলো বড়ই দড়  
আকাশবার্তা সত্যি হলে
স্বপ্নগুলোয় যাবে ফলে
উচ্চ-নীচ নাইরে কিছুই
ছায়া-আলো খেলছে শুধুই
তাই রে নাই তাই রে নাই
জলছবিতে ছবি নাই…
সারের সার সারাসার
জেনে জেনে জানোয়ার
সহজ কথা সরল হলে
পন্ডিতেও মূর্খ বলে
অহং আমার মিছেই শুধু
ভোমরা গুলো ডাকছে মৃদু -
তুই যে আমার জলছবি
তোকে নিয়েই স্বপ্ন যত
বুনে চলি শতশত !!