বলতে পার, টাকা কি করে হয়?
বলতে পার, এত-এত টাকা কি করে হয়??


রাত্তির নিঝুম, লাল-পাতাবাহার আর আমি
নিঃসাড়ে একটা জোনাকি যোগ দেয় আমাদের আড্ডায়
ঠিকরানো এলইডি আলোয় গা-ধুইয়ে দেওয়া শহুরে আকাশ
ঝিকিমিকি চকমকে ঠাটঠমকে আচ্ছন্ন আধুনিক সভ্যতা
এক-আধটা গাড়ির শব্দ মাঝেমাঝে নৈশব্দ চিরে জানান দেয়
টাকা, সে বানানো সহজ কম্ম নয়
লাল-পাতাবাহার হাসে মিটিমিটি, ফিসফিসিয়ে বলে
এত টাকার দরকার টা কি??
অলীক কি করে বোঝায়....
পাব আছে, মোটেল আছে, হোটেল আছে
ক্লাব আছে, কত কিছুই না আছে......
বলা না বলার বাইরে আছে
সভ্যতার অভিনব উপাদান
লাল-পাতাবাহার পাল্টা দেয়
আমার তো কিছু লাগে না?
আমি বেঁচে নেই?
ভাই, তুমি ভাল আছ না আমি??


সময় নৈশব্দতার মাঝে উত্তর খোঁজে
অলীক দ্যাখে আশেপাশে
জোনাকি কোথায় হারিয়েছে
এলইডি আলো ফুরিয়েছে,
ভোরের আলো পেখম মেলেছে
আঁধার কেটে সূয্যির দেখা মিলেছে
অলীক এখন আর টাকার খোঁজ করে না।


টাকা অলীকের খোঁজ করে!!