চোখের কোলে কালি
গুটিকয় দিন বাকি
বুঝলেও প্রকাশ নেই
জীবন বড়ই মহান,
সর্বদা পরিহাসে ব্যাস্ত
শীর্ণ হাত, জীর্ণ কন্ঠা,
কাঁপা-কাঁপা গলা  
সবেমিলে যন্ত্রণার
একশেষ।
আয়নার সামনে
দাড়াতে বড়ই ভয়,
যদি সৌন্দর্য্য হানি হয়।
মারণরোগের শরীরে
যন্ত্রণার বিরাম নেই
গোপন সে করে,
কিন্তু তার অজানা কি
সে যে সব জানে।
হাতে-হাত রেখে
দু-চোখ ভরে তাকায়
বলতে চায় বহুকিছু,
না বলেও বলা হয়,
মনের মানিষের কষ্ট
যে তার থেকেও বেশি -
তাকে যে বাঁচতে হবে,
শত কষ্ট নিয়েও বাঁচতে হবে
কাজ যে তার অনেক বাকি…
গন্তব্যের পথ যে তার অনেক বাকি…