দুটো ব্যাটারি দুটো চার্জ, লিপ লকে ডিসচার্জ……
শালিক পাখিও মানেটা বোঝে …….
  
পাগলি সেয়ানা, হাসি মুখে ভোরের
প্রাপ্য কেক আদায়…… প্রেম থাকে - মাছি-মশা নয়….


বাড়ির ই-এম-আই, বাইকের কিস্তি, ছেলের পড়ার খরচ ….,    
ইনসিয়োরেন্স, ট্যাক্স, তারপরেও হরিপদ কেরাণি মাছ কেনে শুকনো মুখে..।
মাসের শেষে….. প্রেম কোথায়????


রেবেল শব্দটা শুনতে ভাল… কাজে আসে না..।
শ্রদ্ধা নেই… শুধু আবেগ,
ক্লাসিক মাইল্ড-দেশসেবা, সবই সেপসিস!!


লাল পাতাবাহার মুচকি হেসে বলে….
ম্যাট্রিক্স দেখেছিস, মানেটা বুঝেছিস…।



MATRIX: ORIGIN late Middle English (in the sense ‘womb’): from Latin, ‘breeding female’, later ‘womb’, from mater, matr- ‘mother’.


ম্যাট্রিক্স সিনেমা (১-২-৩) একই মানে।  মনে হয় দ্বিতীয়বার আর তৈরি হবে না.।