লোকলজ্জাগুলো এড়ালে জীবন অফুরন্ত
পচনশীলতার বাইরের খবর কে রাখে
অনিকেত তুমি রাখ কি?


তুষারপাতের বাইরে আরোও কিছু উৎপাত
বাড়ে বৈ কমে না
ধূলোঝাড়া দুপুরে সুড়সুড়ি দিয়ে গান গায়
চড়ুই, সে নাকি প্রেম করেছিল
কবিতার সাথে,
মেসেজবক্স ইন হলেই ভাঙে ঘুম
শীতপাতে চিৎপাত।
অনিকেত তুমি জানতে কি ?


পীরিত ঘুমিয়ে বিছানা ছাড়ার উপক্রমনিকা খোঁজে
সকাল হাঁটে দুপুরের পথে, তাও পেরোলে নিঃসাড়ে বিকেল
থামার কোনোও লক্ষণ নেই, কেইবা বলতে পারে সাঁঝ
কখন নামে !
অনিকেত তুমি কোথায় ? হাডসনের স্রোতে ভাসবে কি ?
সাঁঝ বাতির রূপকথা, রুপাই-সাজুলির প্রেম, আরোও কত
নিবিড় স্বপ্ন বাগানে ঘেরা বিশ্বস্ত স্বপ্ন !
অনিকেত তুমি আসবে কি ?