সূত্রগুলো ছিন্নভিন্ন হলে স্থিতি গতিপ্রাপ্ত হয়
বিচ্ছিন্নতা রোগ একথা ভাবেনা নিরাময়
অলীক অপার অসীম অনন্ত শেষে কি জাগে নিরাময়
বলে কি প্রেমই শ্রেষ্ঠ, স্বীকার কি করে ভক্তিই শ্রেষ্ঠ
তবে জ্ঞান দ্বার উন্মুক্ত করে কিসে ? কোন সে অস্ত্র ?
শাস্ত্র ! নাহ ভুলুন্ঠিত জ্ঞান তরবারি
ধর্মাবতার - ভক্তি শক্তি জ্ঞান প্রেম এই চার সূত্র
নিরাময় কাঁদে একা, অশ্রু না ঝরে আজি
প্রেমধারা বয় ভুবনে গোপনে সংগোপনে
নিরাময় কাঁদে একা …