তোর হাতকাটা জামা দেখে আমার বড্ড ইচ্ছে করে
আহ হচ্ছেটা কি - ওতো নারী, আধুনিক নারী ।

হাড়গিলে চেহারা বাথরুমের বেহাল স্থিতি আর …  
যাহ বলবো না তুই লজ্জা পাবি !


আঁধারে একাকী বসে রসে ভাবো কি,  মন হাসে একান্তে হাসে
উচ্ছলিয়া যৌবন একাকীই চলে - ডান হাত জানে না বাম হাতের খেলা !


ব্যস্ত শহর ব্যস্ত প্রাণ তবুও জমাটি তোর আমার প্রেম
জানি একতরফা তবুও তোর-আমার প্রেম !


শরীরি প্রেম!  কিকরি বল তোর শরীরটাই যে আমাকে টানে
মন ?  পরে বলবো আগে তো শরীরের প্রেম পাই ।


তুই বলবি শরীর নয় মন, আমি বলি - রাগ করবি নাতো
কাজলা দীঘি চোখ গোলাপী ওষ্ঠ বুদ্ধিমতী নাক উন্নত বুক মাত্রাবৃত্ত ছন্দ !

পাগলী শরীর ছাড়া কি প্রেম হয় রে !
যামিনী কি শুধুই মধুর হয় রে !