আখরোটের বাক্সটা আজও পড়ে টেবিলে
পাশে খাতা পেন, রুপোলী নক্সিকাটা পানের ডিবে
দূরের আয়নায় প্রতিচ্ছবি হাসে আনমনে আপনমনে
নিকট দূর কেন যে বদলে যায় নিমেষে !


সেগুন কাঠের আলমারীতে মভ রঙা সিল্ক পড়ে আছে
তফাৎ শুধু আছে আর নেই
সব বদলায় শ্বাস বদলায় না, কেন যে আয়নাটা বোঝেনা
জীবন বদলায় মৃত্যুতে নিমেষে !


আবলুশ কাঠের আপাত চকচকে দেওয়াল ঘড়ি আজও
চলে টিক-টিক টিক-টিক
আয়নায় জানে কাল কেন নিয়ম মানেনা
বর্তমান বদলায় ইতিহাসে নিমেষে !