ধূ ধূ মরুভূমি ও জীবন একই পথ দেখায়
বালি আর বালি রুক্ষতার পরশ
সাঁঝবাতি এলে জ্বলি
দেহ জ্বলে মন জ্বলে,
আর জ্বলে ওষ্ঠ স্তন উরু যোনি
সে জ্বালাও তো সয়
দিনান্তে জাগে ভয়, ইচ্ছে হয় বলি -
বারবার বলি, হে সভ্যতা বলি চিৎকারে - হে বিশ্ব-মানব-সভ্যতা
এসো তবে সাঁঝে বাতায়ন খুলি, একবার এসো তোমায় ধর্ষণ করি !
আজ সাঁঝের খেলাটা একটু বদলে ফেলি ।