শুভাঙ্গী তুই কেমন আছিস মানে তুই কোথায় আছিস
সবাই বলে তুই হারিয়ে গেছিস হঠাৎ করে
লাপাত্তা !!
লোপা বলে তুই নাকি স্বপ্নপুরীতে বাস করিস
ফসল ফলাস সবুজ কাঁচা ডাসা টাটকা
জানিস শুভাঙ্গী আমার খুব মনে পড়ে গড়ের মাঠের সেইদিন
তুই আমি ও বটগাছ
হালকা বাতাস, সবাই বলে মৃদু বাতাস আর তুই বলতিস - হালকা
জানতে চাইলে মাথায় বিলি কেটে বলেছিলি - আমি এরকমই
শুভাঙ্গী তুই কি এখনোও বলিস - হালকা বাতাস
কোথায় কোন স্বপ্নপুরীতে তুই লুকিয়ে আছিস
বলনা বল, একবারটি বল
আমিও হারিয়ে যায় তোর সাথে
সবুজ শুধুই সবুজের চাষে
আর একটা কথা বলি, গোপন কথা - শুধুই তুই-আমি
আমি আর তুই...
এখনোও সেই বটগাছের তলায় আমি যাই
ভাবি কখন তোর লাল তিরতিরে ঠোঁট দুটো ছুঁয়ে দেখবো
ভাবা শুধু ভাবনাতেই রয়ে গেল
সেদিনও পারিনি আর আজ তোর অপেক্ষায়
আসবি নিতে, চল তবে হারিয়ে যায় সবুজের সাথে ।