কমন-ইজমের ইতিকথা
------------------------


রাস্তায় পাখীটা বসেছিল
সকালের রাস্তা সল্পব্যস্ত শহর
তবুও নাজানি হুড়মুড়িয়ে বাইক এসে
চিংপাত করে গেল.....
মূহূর্তে জটলা, মানুষের নয় পাখীদের
কাক চড়ুই সাথে একটা বসন্তের কোকিলও,
আকাশের তীব্র শব্দে মানুষ থমকেছে
জনগন দেখছে
তাহলে জোটবদ্ধ পাখীরাও থামিয়ে দিতে পারে!
অলীক ভাবছে শুধুই ভাবছে
মানুষ পাখী কুকুর বিড়াল সক্কলকে
জুড়ে ভাবছে
কমন-ইজমের ইতিকথা।



ঘড়ির আত্মকথন
----------------


দালানের ওপর ঘড়িটা নি:সাড়ে
শব্দে সময়কে বাঁধে
ঘোরে অবিরাম শূন্য থেকে শূন্যে
দেওয়ালের ইতিহাস সাক্ষী  
ক্ষতচিহ্ন ঢাকা বিকেলের
টুপ-টুপ ছড়িয়ে দেয় অজান্তেই
অশরীরী রক্তফোঁটা
অবিরাম লাল থেকে লালে
নিস্তেজ নিস্তরঙ্গ নিবিড় নির্মম সময়
পা কাঁপে আবেশে থরথর
মৃত্যুর অনাঘ্রাত আলিঙ্গনে
ঘড়িটা চলছে তথাপি অবিরাম
শতাব্দী গড়িয়ে সহস্রাব্দে
অবিচল
ঝুলবারান্দার না-বলা কথা
নৈশব্দ ঘেরা দুপুর
বিকেলের তানপুরা,
রাত্তিরের লুকোনো মজলিস
ইঁট কাঠ চুন সুরকির
অবিরাম ঘোষণা বারংবার
অবৈধ অনৈতিক অশালীন
ছি: ছি: ছি:
তথাপি ঘড়ির টিক টিক টিক....
বারিধারা বাদলঘেরা বর্ষামুখর রাত
সহস্র ধ্বনির বন্যা
ঝুরঝুর টুপটুপ ঝিরঝির - সাথে
ঘড়িটার অবিরাম টিক টিক ঢংঢং
ঝুল বারান্দার দেওয়াল ঘড়ি
এখনোও সময় বাঁধে শূন্য থেকে শূন্যে
ফিরতে পারেনা একে দুইএ তিনে চারে ...