নির্জনতায় বাতাস আসে যায়
একাল বদলে ওকালে
সময় পালটে অসময়ে
ভোর জমাট বাঁধে সকাল বাড়ে
বিকেল অনেকদূর রাত্রি আলোতে মত্ত
বাতাস বয়ে চলে এক থেকে দুই
দুই হতে তিন - যাযাবর
অনু পরমানুর কাহিনী লুকোনো আস্তিনে
যেমন আধার সেইমত প্রাপ্তি
ভাঁড়ার শূন্য না রাখে কখনো
তবুও পাহাড়িয়া থমকে
চূড়োয় বাতাস আসেনি এখনো
একলা সে অপেক্ষায়
অনন্তশয্যার প্রাক্কালে
স্থিতধী ডাক পাড়ে - হে অগ্নি
বাতাসকে বইতে দিও
জলকে প্রাণ দিও
ধরিত্রিকে অস্থিচর্মসার
আকাশ তুমিও আসবে আমি বাড়ি ফিরবো।