শত মৃত গোলাপের লাশ পাণ্ডুলিপি সাজায়,
            চন্দ্র গ্রাস হয় স্বল্প পরিচয়ে
       আর তারা রাও খসে পড়ে মহার্ঘ শহরে!


তোমার চোখের মালিন্যতে ক্ষীণ হয়ে যায় আমার আরক্ত দেহ
মরুভূমির বালু উড়িয়া আসে স্তনে,
         মরীচিকা দেখি চোখে।


       সহস্রদিবসের নিষ্প্রাণ মহাদেশ
তৃপ্তে জাগিয়া ওঠে,
রাশি রাশি হয়ে তোমার দেহে মেশে!


ওষ্ঠাধর তোমার তৃষ্ণায় উঠে মাতি,
                    অধরসুধার বাঁধ টি উঠে ভাঙি!


আমার লব্ধ কোমড় টুটিয়া লুটিয়া পড়ে,
       ছারখার হয়ে তোমার স্রোতে ভাসে!


          আহা! মরীচিকা দেখি চোখে
          ওগো, যবনিকা হবে কবে!
                                 _দেবপ্রিয়া_