খুজেছি তোমায় আমি ,
ঐ নীল আকাশে ,
চির চেনা ধ্রুব তারার মাঝে,
বসে থেকেছি কত একেলা ,
কি বিকেল কি সাঝে।


অনন্তের মাঝে এত টুকু আশা ,
আর একটা স্বপ্ন ,
দাড়িয়ে ছিলেম ,
ঐ কাচা রাস্তার বটগাছের তলে ,
কত মানুষ দেখেছি আমি,
কথায় , চলাচলে।


অতীতের আনন্দ বন্যায় ভাসান ,
নীল খামে মোড়ান ,
টুকরো স্মৃতিগুলো ,
খুলে একা বসে ছিলেম এলোমেলো,
কত সময় হেয়ালী পনায় চলে গেল।


রোজের টাইটেনিক ,
শ্রদ্ধার আশিকি ২ ,
বাংলার তারকাটা ,
কত প্রেম শুধু ভেবেই আমি অচেতন ,
কবে কোথা হারিয়ে গেছি ,
মনে নেই , ফোনের হাজার কথন।


এসবই শুধু তোমায় ভেবে ,
কত কাব্যে দেখে তোমায় মন জুড়াল ,
এ যেন স্পর্শের বাইরে এক ধুম্র আশা ,
পাব না তোমায় ,
তবু দিতে চাই , তোমায় ছোয়া ভালবাসা।।


অনেক দূরে তুমি ,
না জানি কোথায় ,
বলার আর কী আছে ভাষা!
শুধু তোমায় দিতে চাই ,
হৃদয় ছোয়া ভালবাসা।।