আমি উড়ো হাওয়ায়,
এক টুকরো ফেলা দেয়া কাগজ ,
যার প্রতিটি লাইনে ,
এক একটি গল্প ,
যেন রসিকতার মগজ।


উড়ো চিঠির মত উড়ে আসি ,
ফেলে দিলে হয় নর্দমায় ,
না হয় ডাস্টবিনে পড়ে থাকি
সত্যি বলতে ,
জীবন আমার মেকী।


কেউ পেয়ে আমায় হয় জগতখ্যাত ,
কেউবা মাড়িয়ে যায় ,
কেউবা আমারে দেখতে পেয়ে ,
শীতে আগুনে পোড়ায়।


নির্বোধ আমি ,
অসার আমি ,
এইত আমার চক্র ,
কেউ আমারে আগলে রাখে ,
জীবন যাহার বক্র।


কত শত প্রেমের সূচনা ,
আমাকে দিয়েই হয় ,
কষ্ট পেয়ে কেউ চলে যায় ,
সব কিছু স্মৃতিতে গেথে রয়।


শক্তিহীন আমি ,
কেউ বলে আমি অকাল পক্ক ,
এই আমি ছাটকাগজ ,
যার রয়েছে অন্তহীন দুঃখ।।


((কবিতা কিনা জানিনে কিন্তু আমার নামের সাথে মিল রেখে লেখা))