নিষ্পাপ আশাগুলো ,
রয়ে যায় স্মৃতির অ্যালবামে ,
এ যেন অতীত!
কালের খেয়ায় হারিয়ে যাওয়া ,
সুন্দর আশাগুলিকে ,
মুঠিবন্দ করা ,
এক দুঃষহ ব্যভিচারির মত পতিত।



একটুকরো আশা ,
ভুলোময় ভালবাসা ,
তারকাটা দিয়ে দেয়ালে লাগা ছবির মতই বিদ্ধ ,
সময়ের তরীতে সময় বহমান ,
সবকিছুই পড়ে থাকে ,
হয়তবা তখন আমি বৃদ্ধ।



নিঃশব্দ রজনীতে ,
হঠাত হানা দেয়া হানাদারের মত কাপুরুষ ,
রক্তাক্ত করে দেয়া পথের মতন ,
তবু আগলিয়ে রাখি ,
এক টুকরো ,
আচর না লাগা ,
সদ্য জন্ম নেয়া শিশুর মতন ,
-করি যতন।।



স্বপ্ন-আশা তবু বেচে থাক ,
সবার হৃদয় মন্দিরে ,
রক্তাক্ত বুক যদিও হয় ,
বাইরে তো নয় ,
হয়ত আমার অন্তরে।
অন্তরের ডাক -
চুপ থাক ,
রানারের সেই দৌড়ের মতন ,
সুযোগ পেলেই স্মরিব তোমায় ,
হলে হবে রক্তক্ষরন।।


#অপ্রাসাঙ্গিক_কবি