তাহারি ত্বরে বিলিয়ে দেব
    এক মুঠো সুখ ।
দেবে কি আমায় এক মুঠো সুখ !


হে সন্ধ্যা তারা !
    তুমি নাকি সুখ তারা ?


কই তোমায় সুখ দিতে দেখিনিতো কবো !
    তবে কি ! তুমি শুধুই তারা ?


নাহয় আমার সুখ পাখিটি কই ?
    আমি যে তারে বিনা পারছিনা !


আমি যে এখনো খুঁজে পিরি-
   - তোমারই মাজে !
এক মুঠো সুখ ।


তুমি কি পারবে আমায়
     এক মুঠো সুখ দিতে !


ভেবনা মুঠো সুখটি রেখে দেব
     আমার ত্বরে !


আমি যে ধার করে সুখটি নিয়ে
     বিলিয়ে দেব অন্যের ত্বরে ।


হে প্রিয় সুখ তারা দেবে'কি আমায় !
    এক মুঠো সুখ !


আমি যে তাকে বিনা আর পারছি না ।
    দাওনা আমায় এক মুঠো সুখ ।


আমি যে তারে বিলিয়ে দেব
    তাহারি ত্বরে ।