হে বন্ধু ! এসো তাহারই ত্বরে
     যে পারিবে
তোমায় করিতে সহজ সরল ।।


বদমেজাজি মন তোমার !
      অহংকারী মন ।


রূপের অহংকার তোমার !
      অর্থের অহংকার ।
আছে তোমার -
      ক্ষমতারও অহংকার ।
  
এইসব কিছুর আছে যে ক্ষয় !
      আছে কত পরাজয়।


আজ আছে যাহা কাল যে
      রবেনা তাহা !


সেটাও কি বুজনা !
     বুজে না'বুজার বান -
আর করোনা আর করোনা!
    তাহা'যে কখনো সফলতা আনেনা ।


সময় যে দ্রত পুরিয়ে যায় -
     তার'যে কোন অলসতা নাই ।


আসো করি অহংকার !
      যার হবে না ক্ষয় ।
ভালবাসার নাই'যে ক্ষয় !
      তাহার'যে নাই পরাজয় ।
      
অহংকার ! সে'তো শুধুই
      তার জন্যে মানায় ।  
যার নাই ক্ষয় সে'যে
      সকল সৃষ্টির স্রস্টা ।  
তাহার আছে অসিম ক্ষমতা ।


হে ক্লান্ত বদমেজাজি-
      অহংকারী হৃদয় !


নেতা বল নেত্রী বল দেখিয়ে-
      না দেখিয়ে করে তার বন্দনা ।
যাহার আছে অসিম ক্ষমতা
      তুমি কেন করো তাদের বন্দনা !


এসো এসো --
হে বন্ধু ! এসো তাহারই ত্বরে
      যে পারিবে
তোমায় করিতে সহজ সরল ।।