ফুল তুমি ভালবাসা চাও !
   কই তোমাকে দেখিনি'তো
ভালবাসতে ?  


তোমার সুভাষ ছিল যখন তখন'তো
   তুমি এমন করে ভালবাসার
কাঙ্গালিনী হতে হয়নি কখনো !
   এখন কি হল তোমার ?

যখন তোমায় ভালবাসার জন্য
   তোমায় একটু ছুঁতে যেত,
নিতে যেত তোমার সুভাষ !
   কই তখন'তো দাওনি তার মূল্য ।

কি এমন হল তোমার এখন !
   তোমার মূল কাণ্ডটি তুলে দিয়েও যে
তুমি হতে চাও ধন্য । ।


ঘৃণা করেছো যে জন্য
   তাহাই'তো হয়ে গেল ঘৃণ্য ।


তাই বলে তোমাকে কাণ্ডটি তুলে দিয়ে
   হতে হবেনা ধন্য । ।
তোমার কাণ্ড তুলে ধন্য হবার
   কাণ্ড দেখে সত্যি হয়েগেছি ধন্য।


ফুল তুমি ছড়াও তোমার সুভাষ
   দেখবে তুমি আসবে কত
নিতে তোমার সুভাষ।