কিছু ভাল না লাগলে কবিতার খাতা খুলে বসি।
মন খারাপেও তাই।
কবিতার খাতা খুললে ধীরে ধীরে কুয়াশা কেটে যায়।
কিন্তু ঝড়ের পূর্বাভাসে মেঘেরা আসে, বৃষ্টি হয়।
বৃষ্টি থেমে গেলে গাছপালারা আবার জেগে ওঠে।
ফল ফুল প্রজাপতি।সাগরের টানে নদীরা সব গর্ভবতী হয়।
ঋতুরা ফিরে ফিরে আসে।
সে যেন এক পরিপূর্ণ্ পৃথিবীর কাহিনী।
হঠাৎ খেয়াল হয় তুমি নেই পাশাপাশি।
তোমার খোঁজে, সেই পৃথিবীর রা্স্তা বেয়ে, পাকদণ্ডি ঘুরে,
আমি খূঁজতে থাকি তোমাকে।
এখানে ওখানে, কোন উদাস লিপটাসের বনে,
অশান্ত কোয়েল, নুড়ি পাথরের দেশে।
হয়তো নিজের ঠিকানা হারিয়ে একরাশ বনফুলের মাঝে-
তুমি বসে আছো একাকি।
সন্ধ্যা নামে।
আমার আকাশ জোড়া তুমি আর তারাদের আনাগোনা।
সেই তারাদের পথবেয়ে
তোমাকে একদিন ঠিক খূঁজে নেবো।
তোমাকে ছাড়া বাঁচার অভ্যাস
কোন পৃথিবীই আমাকে শেখাতে পারেনি।


১৪।২।১৮ কোলকাতা