শিকড় ছড়িয়েছে সীমারেখা মেনে-
ডালপালা হাত।
দৃষ্টিহীন ত্রিনেত্র দেবতারা-
মত্ত.. অন্তহীন পাশাখেলায়।
পৃথিবীর আমরণ পথিকেরা
নিবিড় অন্বেষণের পর
কুড়িয়েছে সমুদ্রের শূন্যতা।
শান্তির জন্য মেনে নাও সব তীব্র পরাজয়-
ভেজা বর্ণমালা, বৈষ্ণবী বকুল
আপাতত এখন।
ধূসরতা কাটুক যত নীল সবুজে।
বুদ্ধের বরাভয় হাসি-
কিছু কি আশ্বাস পেলে ?