বুকের মাঝের শূন্যতাকে
নিলাম করতে গিয়ে দেখি
নিলামঘর ফাঁকাই থাকে।
স্মৃতিগুলো সব মেহগনি কাঠের নক্সাকরা বাক্সে
শুয়ে আছে আপন আভিজাত্যে।
ঋতুরা জাগ্রত হলে
তোমার চুপকথারাই ছবি এঁকে যায়-
এখনো নানান রঙে।
জোয়ার ভাটার ভাটিয়ালি গানে
সুর বেঁধেছে যে মাঝি
খেয়াপারে তার খবর কে রাখে?
নিসঙ্গতার সঙ্গে সখ্যতা গড়ে
আঙুলের ফাঁকদিয়ে গড়িয়ে গেছে
সব আশ্চর্য্য সকাল, দুরন্ত দুপুর,
অনেক বৃষ্টিভেজা দিন।
দায় হয়ত আমারই ছিল
তোমার চোখের গভীর তলে
ডুবুরি মন যে খূঁজেছিল নিজেরই ঠিকানা।