পাইনের বনে পাশাপাশি হাঁটবে বলে
শুনতে চেয়েছিলে সেই সব পদাতিকদের কাহিনী….
যারা হেঁটে গেছে এই রাস্তায়।
যেখানে পথের ভাঁজে ভাঁজে গুছিয়ে রাখা আছে
কিছু নিথর শব্দ
কিংবা কোন প্রেম গৃহপালিত হবে বলে
সন্ধ্যার শিশিরে সিক্ত।


এইসব সারি সারি ইচ্ছার পিছনে চলেছে আমাদের কাফেলা।
কে জানে কোন ঘন্টার আঘাতে আবার শুরু হবে
রক্তের চলাচল।
অনেক হিমশীতল হাওয়া পাইনের ঋজুতাকে স্পর্শ করেনি।
একমাত্র প্রেমহীনতাকেই ভয়..
এ সময়তো বাঁচার..
এস হাতের মুঠো হালকা করি।