বদলে যাচ্ছি।ভুলে যাচ্ছি-
ঠিক কতটা আওয়াজে
কাছে এসে যেত পাশের মানুষেরা।
ঠিক কতখানি কান পাতলে
শোনা যেত প্রতিটি পরতের কাহিনী।
কত তাড়াতাড়ি সূর্যাস্ত হলে
নিদ্রাহীন কেটে যেত রাত্রি।
জানিনা কত প্রেম বন্ধ জানালা দেখে ফিরে গেছে
দেওয়া নেওয়া কিছুই হয়নি।
নিউরণের ক্ষরণে আজ আর কিছুই মনে নেই...
শুধু একটা অপরাধবোধ চারাগাছ থেকে বনস্পতি হচ্ছে।
বৈরাগী বিকেলে ছায়া দীর্ঘতর...
পাড়ানি কড়ির একটা কনাও কুড়ানো হয়নি।
আবাল্য সাহসে সত্যিটা বলতে
সেই কবিতারই হাতধরা।