অনেক নির্দয়ী সূর্যের মধ্যাহ্ন দুপুরে
একাই হেঁটেছো ছায়াহীন পথ।
তাই তো্মার এক একটি পদক্ষেপের সামনে
আমি শব্দহীন বসে থাকি।
তোমার শরীরের ভাঁজ বেয়ে বয়ে চলে রাস্তা।
চরাই উতরাই।
               নিশুতি রাত।
                            সব অকাল বোধন..
তুমি নগ্ন পায়ে মগ্ন গভীরে পেরিয়ে যাও আলপথ।
কখনো কিছু সবুজ মাঠ , কখনো ধূসর প্রান্তর।
অনেক পূর্ণিমা রাতে,
টুকরো টুকরো মেঘেও ঢাকে তোমার জ্যোৎস্না।
সেই আবোছায়া আলোয়
একটি তারার দিকে তাকিয়ে
চেনা বন্দিশে গেয়ে চলো কোন গান।
আমি সহজাত বিস্ময়ে দেখি জীবনের কোন নিপুন শিল্পীকে..
একদিন এ পৃথিবীর সীমানা ফুরাবার আগেই
যেন রেখে যাবে বনষ্পতির মত অনেক প্রতিশ্রুতি।


৯।২।২০১৮ কোলকাতা