কবিতায় মতামত দেন কবিতার ১.বিশুদ্ধ পাঠক ২.কবির বন্ধুবান্ধব ৩.কবির আত্মীয় স্বজন এবং ৪.আসরের কবিরা একে অন্যের কবিতায়।
সুতরাং কারো কারো পাতায় মতামতের সংখ্যা অনেক হতেই পারে। মতামত বা মন্তব্যের সংখ্যা সবসময় কবিতার গুণগত মানকে নির্দেশিত করে না। মন্তব্যের ভাষা, শব্দ এবং কত কম সময়ে নির্দিষ্ট সংখ্যক কবিতায় মন্তব্য দেওয়া সম্ভব কিনা ইত্যাদি নিয়ে অনেক আলোচনা এই আসরে হয়েছে।bঅবস্থার বিশেষ কোন পরিবর্তন হয়নি। কবিতার কিছু পাঠক অবশ্য আছেন যারা কবিতার গুণগত মানের দিকে লক্ষ্য রাখেন।সুতরাং মতামতের সংখ্যার দিকে না তাকিয়ে কবিতার উৎকর্ষতার দিকে নজর দেওয়াই শ্রেয়।শুভকামনা সকলকে।