সব কবিতা লেখা হয়ে গেলে
রাত্রি নেমে আসে।
নীলআকাশ ঘিরে তখন অনেক তারার ক্ষত।
চাঁদ উঠে ম্লান..
     তোমার আবছা মুখের অবয়ব ঘিরে।
এক একটি বলিরেখায় আঁটকে থাকে-
বেশুমার ইতিহাস।


শরীর থেকে স্বর্গচ্যূত স্বপ্নের উত্থান পতন
হয়ত এমনি সময়
তোমার ঘরের দরজা ভাঙ্গবে
             কোন বৈশাখী শ্রাবণ।


আলগা আঁচল লুটিয়ে পড়ে..
হীরের বাক্সে সুখের চাবির খোঁজ।
অনেক উপমার সামনে
ঋজুপায়ে পেরিয়ে যাও সব গোলাপ কাঁটার বন।


হয়ত জেনে গেছো
কার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে
শান্ত হাওয়ায় পুড়ছে তোমার মন।