নিজের প্রতিপক্ষ আজ আমি নিজেই
অনুশোচনার ব্যালাড গাইতে বসলে
রুক্ষ মাঠ ছুটে আসে।
স্বপ্নদের হত্যার রক্তমাখা হাত
হয়তো কাচা ফসলের সবুজ পাতায় মুছে দেবো।
তারপর পতঝড় শেষ হয়ে গেলে
কোনদিন উদাসী পাইনের বনে
প্রত্নতাত্ত্বিক খননে উঠে আসবে বাংলার মুখ।


উৎসুক সব শিল্পীদের পেলব হাতে
মুছে যাবে সে মুখের সব বলিরেখা
সব নক্ষত্রদের বলে যাব
কিছু অনুপ্রভ আলোয় নয়
গৃহপালিত মায়েদের সান্ধ্যপ্রার্থণায়
একটা সূর্যকে পাঠিও।


©®