অনেক দিনের সংযম আর সুপ্ত অভিপ্রায়ে
একত্র কবিরা আজ ;
কবিতা লেখা উত্‍সবে যোগ দিয়েছেন
অবিসংবাদিত কবিদের অশরীরী আত্মা
কবিতা মঞ্চের চারদিকে শুরু হল
অস্ফূট গুঞ্জন !
একে একে মঞ্চে উঠে আসলেন কবিরা
টেবিলের উপরে পড়ে থাকা
শুভ্র কাগজের স্তূপের পাতায় পাতায়
ফেললেন অলৌকিক কলমের আঁচড় ;
কেউ শৃঙ্গার ,কেউ করুণ কেউবা বীররসে
লিখে গেলেন অদৃশ্য কবিতা সব
শত বছরের প্রেম প্রকৃতি বিরহ বিদ্রোহ
আবার জীবীত হলো ,
ক্ষণজন্মা কবিদের অতৃপ্তি লেখা হলো
আরো অনেক মহাকাব্যিক পংক্তি
মানবিক বেদনা নিয়ে রচিত হলো
আরো অনেক বিরহবচন ।
অত:পর কবিরা চলে গেলেন :
অলৌকিক কাব্য রচে ।
মায়ায় আচ্ছন্ন কবিতামঞ্চ ঘিরে
উত্‍সুক জনতার কৌতূহল এখন ,
কী লিখে গেলেন যুগোত্তীর্ণ কবিরা ?
মঞ্চটেবিলে পড়ে থাকা
কাগজের স্তূপ নেড়ে দেখা গেল
দৃশ্যত কিছু নেই সেখানে ;
নেই জাগতিক কোন কালির আঁচড়
নেই কোন মানুষিক অক্ষর !
কেবল রয়েছে শত কবিতার
অবিমিশ্র শাব্দিক সুঘ্রাণ ।