প্রিয়ার চোখে জল টলমল
সে হয়ত আছে এই শহরেই
কোথাও না কোথাও ।
আমি খলপ্রেমিকার জন্যে
একশ' গোলাপ হাতে নিয়ে
দাঁড়িয়েছিলেম
ধানমন্ডি লেক ,
রবীন্দ্র সরোবর ;
বিকেল ঠিক তিনটায় ।
প্রেমিকা কে আমার ?
যার চোখে জল
নাকি যার চোখে ছল ?
হ্রদের কালো জলে ভাসিয়ে
সেসব নিষ্পাপ গোলাপ
একা একা বসে থাকা কিছুক্ষণ
গাছ পাখিদের সাথে
আলাপ জুড়ে দিই ।
তারাও বলে
প্রেমিকা কে তোমার ?
যার চোখে জল
নাকি যার চোখে ছল ?
একা হয়ে যাই আমি
দুঃখ খুঁজি
টলমল জলচোখ খুঁজি
বুঝি
গোলাপে ভালবাসা আসে না
সময়ের আগেই ফিরে যেতে হয় ।