তুমিও তার মতো গুলি ছুঁড়ছো ,
আমাকে লক্ষ্য করে ?
নরম নিভৃত আঙুলে ট্রিগার টেনে
ধরে রেখেছ প্রত্যহ অহরহ ,
এই ট্রিগার কি কেবল বিরহ
নিয়েই বেঁচে থাকবে
তোমার আঙুলে ?
সেই পিতলের গুলির স্বাদ ,
বারুদের গন্ধে মাতাল হবে না
আমার রক্তস্রোত ?
কৈশিক জালিকা , অনুচক্রিকার
ব্যর্থ সংগ্রাম শেষে
নিঃস্পন্দ হৃদপিণ্ডটা দেখতে চেয়েছি
কতদিনের সেসব শখ !
আর কতদিন বেঁচে থাকব ?
কপালে বন্দুক তাক করে
কতদিন ক্লান্ত করবে আমাকে ,
কষ্ট দেবে ট্রিগারের মসৃণ আঙুলকে
অনবরত ?
শতশত শ্রান্ত মানুষের ভীড়ে
এই অপমানবের শরীরে
ছুঁড়ে দাও একটি নির্ভেজাল গুলি ,
অতঃপর চলে যাও নির্দ্বিধায় ;
পিছে ফেলে নিষ্প্রাণ আমাকে ।