নীল তারা আজ আকাশ ছুঁয়ে
তোমার কথা শুনতে চায়,
আর আমি আলতো গালে
হাত বুলিয়ে মিথ্যে কথা বলে যাই।
তোমার সোনালী হাতের ছোঁয়া-
কেন আজ স্মৃতি হয়ে আসে,
অন্তঃতাপে নিদ্রা কেন আজ অশ্রু হয়ে ভাসে।
এই সুখপ্রেমিক, কেন বলে যাও নি-
'সুখ কি আছে মরণে?'


সৃষ্টি আছে যতক্ষণ,
পৃথিবী আছে ততক্ষণ।
সৃষ্টি নাই এখন সবই স্বর্গদোষ।
আর পিছু তাকানো তা-তো সৃষ্টির বারণ।
তাহলে কেন আমি তোমার মুখের আদলের-
মানুষ আজও খুঁজে বেড়াই?
আজও কেন তোমার অবয়বই প্রায় মানুষ দেখলে-
‘হিমা’ ভেবে ডেকে বসি?


মানুষ মরে না, তার ফেলে যাওয়া-
সময় আর স্মৃতির জন্য।
আর সশরীরে বেঁচে থাকার সময়-
কিছু মানুষকে অনেক কাছে টেনে আনে,
নিথর দেহ রেখে যখন-
স্বার্থপর রুহ চলে যায় তখন
সেই কিছু মানুষজন নিজ নিজ-
মায়ার আদরে নিথর দেহের সত্তাকে
সত্তার সময় ও স্মৃতি নিয়ে সাদাকালো ক্যানভাসে
রংহীন স্মৃতি অঙ্কন করে-
রেখে দেয় নিজ নিজ মনে।


ভুলতে চাই না নাকি ভুলতে দেয় না-
তা স্রষ্টাই হয়তো একদিন বলবেন।
সময় যতক্ষণ চোখে কাজল দিয়ে রাখে,
পৃথিবী ঠিক ততক্ষণই সুন্দর লাগে।