জীবনের স্রোতের ঢেউগুলোকে স্ব-ইচ্ছায়
মোকাবেলা করার জন্য জোর করে নিজেকে
এই স্রোতে যে কত বছর ভাসিয়েছি
তা তার আন্দাজ আমার নিজেরই নেই!
এই স্রোতে ভাসতে ভাসতে একদিন যে
কোনো একটা দ্বীপে একটা বটগাছ হয়ে
জন্মাবো তা কখনোই বুঝতে পারিনি।
একটা বটগাছ যেভাবে তারা আশেপাশে
কোনো গাছ জন্মাতে দেয় না
তার নিজের গাছালি স্বভাবের কারণে,
তেমনি আমার জীবনেও আমার কাছাকাছি
কোনো মানুষকেই রাখতে পারিনি
আমার নিজের স্বভাব ও ভাগ্যের কারণে!
আমি মন থেকে চাই,
এই বটগাছটার মৃত্যু হোক!
এই সুন্দর পৃথিবীর বুকে এরকম
মানুষ কিংবা গাছ যাই হোক কেউই
জায়গা পাওয়ার প্রাপ্য অধিকারী হতে পারেনা!
আমি এ জীবনের ধ্বংস কামনা করি।