রঙেরা বানর বানাইছে
বানরামিও দিন দিন বাড়ছে  ।
স্বয়ং অচেনা হয়েছি  ।


বাজাইরা মজা
না আত্মীয় না সৰ্বীয়
শুধু মুরুগ ঝাঁপ  ।


কৃষ্ণ
গোপি সব  দুষ্ট হয়েছে
রঙে ভেজা শরীরে
ভদ্ৰতার নাকি ছিঁড়িয়েছে  ।


ফাল্গুনের এই বেলা
প্রেম পুষ্ট বসুধা
আবির আবর্ত দেহে
ম্লান , দুঃখ কষ্ট বিষাদ
শুধু রং
মনে প্রাণে ।
,,,,,,,,,,,,,,,,