ব্ন্ধন মুক্ত প্রান
        নিরুদ্দেশ যাত্রায় চলে যায়,
নিরজীব শরীর, রিক্ত হৃদয়, নিদ্রিত চোখ,
অনেক প্রশ্ন রেখে যায়।
                  ক্ষুদ্র প্রান বৃহৎ আশা,
অলীক কল্পনা ,
সম্মিলিত ভাবে ছাই হয়ে বের হয় চুল্লী থেকে,
নদীর স্রোতে ভেসে যায়।
ভেসে যায় , ধুয়ে যায় প্রশ্ন গুলো,
উঁকি দেয় কথা গুলো, সারাজীবনের-
বলে যাওয়া কথা ।