কবিতা- শুধু তোমার জন্য
হয়েছে আমার জন্ম ,
বিশাল এ পৃথিবীতে
আজন্ম আমি লিখে চলেছি তোমায় ,
ভেবে চলেছি তোমায় ৷
তোমার ভাবনায় , চোখে নামে জল ,
ঠোঁটে জাগে ভাষা ,
আর শরীরের রক্তে জাগে শিহরন ৷
কাঁপা কাঁপা হৃদয় , আর ভাঙ্গা চোরা মন , তবুও সেখান থেকে –
বের হয় শুধু তোমারই গুঞ্জন ৷
কবিতা- শুধু তোমার জন্য
হয়েছে আমার জন্ম ৷


ভাবনা , চেতনা মিলেমিশে একাকার – তোমাতে ,
কল্পনার দুনিয়াতেও শুধু তোমার কোলেই –ভেসে থাকে মন ,
আরতো কিছু আসেনা আমার মাথাতে ৷
পাগলের প্রলাপ , লোকে বলে –
তা বলুকনা-
কিন্তু আমি তো শুধু জানি ,
কবিতা- শুধু তোমার জন্য
হয়েছে আমার জন্ম ৷


চুম্বনের ভাষা , তাতেও তুমিই প্রকাশ ,
বিরহের বেদনা ,
তাতেও তুমিই প্রকাশ ,
তোমার জন্য আমি লক্ষ-কোটি বছর
অভুক্ত থেকেও , চলতে পারি পথ ,
রাজদরবারেও আমি নেব তোমার শপথ ৷
কবিতা- শুধু তোমার জন্য
হয়েছে আমার জন্ম ৷


কবিতা- শুধু তোমার জন্য
দেউলিয়া হতে পারি আমি ,
রাজার বসন ছেড়ে , নিরাভরন দেহে
রাস্তায় আমি নামতে পারি ৷


তোমার ভাষায় বক্তৃতা করে
হতে পারি বিখ্যাত লোক
অন্ধকারেও তোমাকে জ্বালিয়ে
জ্বালাতে পারি সহস্র কোটি আলোক ৷
শত শোষিতের , লাঞ্ছিতের
প্রতিবাদের ভাষা তুমি ,
জ্ঞানী-মূর্খের ভেদাভেদ মুছে
তুমি পবিত্র করেছো আমার জন্মভূমি ৷
কবিতা- শুধু তোমার জন্য
হয়েছে আমার জন্ম ৷৷