কাঠ ফাটা রোদ্দুর
হাতে নেই ছাতা
ঘামে ভেজা গায়ে
বাঁচবেকি মাথা ৷


চারিদিকে কোলাহল
আর বাজে ঘন্টা
তাতেও যদি ভাঙ্গে ঘুম
বেঁচে যাবে প্রানটা ৷


ধুঁয়ো ওড়ে উনুনের
জ্বলে কাঠ আগুনে
আধ ফোটা ভাত খেয়ে
গান গাই ফাগুনের ৷


কাটা কুটি করে যাই
সারা খাতা জুড়ে যে
গোড়াতেই গড়মিল
হিসেবটাকি মিলবে ৷৷