বুকের মধ্যে বদ্ধ হয়েছিল
এক মাতাল করা সৌরভ ,
একটা একটা করে পাঁপড়ি খুলে যখন আত্মপ্রকাশ করে
তখন বট , অশ্বত্থ , শাল পলাশের দল নত মস্তকে
বন্ধ চোখে শ্বাস নিয়ে যায় ৷
সুগন্ধি বাতাসের ডাকে
চাঁদ পৃথিবীর কাছে আসে
দীর্ঘ হয় পূর্নিমা ……….
শত লাঞ্ছনা
অত্যাচারের গ্লানি
লাল , পুরাতন রক্তের – কালসিটে দাগ
ধুয়ে নিয়ে যায় ৷
এরপর যখন বারি ধারা ঝরে অঝোর ধারায়
রোদে পুড়ে যাওয়া মাটি ঝলসে যাওয়া বনস্পতি
প্রান ফিরে পায় ,
কৌলিন্য হীন নবীন ফুলকে ,
দুহাত তুলে করে আশির্বাদ ৷৷