ট্রেনের গতি বাড়ে আস্তে আস্তে ,
লাইন গুলি দূরে সরে আস্তে আস্তে ,
ক্ষেতের ধান বাড়ছে ক্ষেতেই ,
পাকলে কাটবো দিয়ে কাস্তে ৷
তোমার সাথে ঝগড়ার হাজারটা কারন আছে -
তুমি সুন্দর
আমি কুৎসিৎ ,
তোমার সাথে কথা না বলার
হাজারটা কারন আছে –
তুমি মন্দির
আমি মসজিদ্ ,
তোমার প্রেমে পড়ার
অনেক বাধা আছে-
তুমি শাড়ি
আমি লুঙ্গি
আমি মাটি
তুমি চুল্লী ,
তোমাকে রক্তাক্ত করার
অনেক যুক্তি আছে ,
তোমার হৃদয় লাল
আমার সবুজ
তোমার পদ্ম
আমার তরমুজ ৷
ট্রেনের গতি বাড়ছে আস্তে আস্তে
তোমার থেকে আমি ,
দূরে সরছি আস্তে আস্তে ৷৷