এখানে আজো রক্তের দাগ লেগে আছে, এই বাংলার পলিমাটির বুকে;
বায়ান্ন থেকে একাত্তর, অতপর পঁচাত্তুর নব্বই,
বার বার ভিজেছে বাংলার মাটি, শুকানোর নেই কোন অবসর ;
মাটির সোদা গন্ধে তাই শুধুই রক্তের ঘ্রান ।
এখানে আজো রক্তের দাগ লেগে আছে,
লাখো শহীদের রক্তগঙ্গার ভেজা মাটি আমার,
আঘাতে আঘাতে জরজরিত ক্ষত - বিক্ষত তার দেহ;
কতো অনাচার কতো অবিচার কতো নির্যাতন;
পলাশী থেকে বাংলাদেশ,
কতো ইতিহাসের নীরব সাক্ষী এই মাটি আমার ।
এই মাটিতে  আজো কান পেতে শুনি আমার ধর্ষিতা বোনের চিৎকার; আর হায়েনাদের প্রাণখোলা হাসির ঊল্লাস;
ক্যাম্পে বন্দি এলোকেশী  বিবস্র ললনাদের আর্ত চিৎকার
বেয়ানটের আঘাতে খুচিয়ে খুচিয়ে মারা নিরস্ত্র মানূষের মৃতু্য চিৎকার; জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া পুড়া ভিটায় বসে গৃহহীন মানূষের চিৎকার;
বধ্যভুমিতে সারি সারি মুমূর্ষ নর-নারীর চিৎকার ।
এখানে আজো রক্তের দাগ লেগে আছে, j
বাতাসে ভেসে আসে পচা লাশের গন্ধ ।
বদ্ধভুমিতে, গোরস্তানে, খেয়াঘাটে, শুধুই পচা লাশের গন্ধ;
এ যেনো মৃত্যুর মিছিল, মৃত্যুঞ্জয়ী বাংলার বুকে ৷
                                        (অসমাপ্ত)